'Sohor Amar Alipurduar #SAA Uddeg a kichu dusto der modhye food donation || শহর আমার আলিপুরদুয়ার'

04:01 May 30, 2022
'#SAA_ADMIN #FREE_FOOD_DISTRIBUTION শহর আমার আলিপুরদুয়ার ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমাদের ছোট্ট প্রয়াস ।  ⭕️ব্যক্তিগতভাবে বেশ কিছুদিন থেকে আমরা আলোচনার মধ্যে ছিলাম যে এই রকম কিছু সামাজিক কার্যকলাপে কি করে তাদের জন্য এগিয়ে আসাযায় যায়।   ⭕️শুধু ব্যক্তিগতভাবেই নয় তাছাড়া সশরীরে পাশে থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে , তাদের সবার নাম আমি হয়তো মনে করে বলতে পারছি না । তবে এইটুকু উপলব্ধি করতে পেরেছি যে তারাও বেক্তিগত ভাবেই আমার সাথে তাল মিলিয়ে কাজ করেছে । তাই তাদেরকে অ্যাডমিন  ও আমাদের গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ।  ⭕️গত সোমবার ( 14/06/2021 ) আমরা সকলে মিলে পৌঁছে গিয়েছিলাম শহর আমার আলিপুরদুয়ার  এর পানি ঝরার শুকনা বস্তি এলাকায় ।  ⭕️সেখানে গ্রামবাসীদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। আর তারা বল্লো এই ভাবেই যেনো বাকি গ্রুপ গুলো যদি এগিয়ে আসে। তারা গতকাল যথেষ্ট আনন্দ প্রকাশ করেছেন শহর আমার আলিপুরদুয়ার ফেসবুক গ্রুপের প্রতি।  আমাদের গ্রুপের কাছে এটা একটা বিশেষ প্রাপ্তি,,  ⭕️দুদিন থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কেউ ফোনে কেউ বা সামনে । কিরে তোরা যে কাজ করেছিস, তো তার কোনো ছবি বা কোন পোস্ট কেন পাচ্ছি না । আমি তাকে একটা কথাই বললাম আমি না আমরা কাজ করেছি তবে মানুষকে দেখানোর জন্য নয়, বরং কিছু সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে .....  ⭕️ সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই/বোনেরা তোমরাও এভাবে এগিয়ে আসো এবং চেষ্টা করো তোমরাও নিজেকে তুলে ধরো। বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই   Suman Nandi (Modaretor) Rakesh dey Samiran chakraborty Abhijit Dutta   Purnima Rai Priyanka saha Tanisha Roy Moumita roy Rim das Prasenjit Barman uttam Sinha , Rejoy barman Abhijit barman , Pintu ghosh  subham sutradhar Joy ghosh Sourav guha   

Tags: social work , helping , social activist , food donetion

See also:

comments