'Your trip to Kolkata is incomplete if you have not explored the city’s hidden food gem. Territi (or Terity) Bazar was Kolkata’s own little “China Town”, where the Chinese had settled as early as the 1780’s, and from then onwards they have played a significant role in defining Kolkata’s food scene. My Video Gear - https://amzn.to/2Rbr9mm My Still Camera - https://amzn.to/2V0gRof অবশেষে সাত সকালে টেরিটি বাজারে। এখানে মানুষ যত না খেতে এসেছেন তার থেকে বেশি এসেছেন ফটোগ্রাফি করতে। কারণ কলকাতায় এ রকম দৃশ্য বিরল। অথচ কত বছর ধরে কলকাতা তথা টেরিটি বাজার এই সংস্কৃতি বয়ে নিয়ে চলেছে। বাজার জমজমাট থাকে সকাল পাঁচটা থেকে সাতটা আর রবিবার আটটা পর্যন্ত। আমি তো ফটোগ্রাফি আর খাওয়া দাওয়া দুটো কাজেই গিয়েছিলাম। কিন্তু এত রকমের চাইনিজ আর টিবেটিয়ান খাবার এবং তাদের সুঘ্রাণ যে আমি খাওয়াকে গুরুত্ব দিয়েছিলাম। আর আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও। পথ নির্দেশ :- কলকাতার যে কোনও জায়গা থেকেই খুব সহজেই টেরিটি বাজার পৌঁছনো যায় লালবাজারের কাছে; পোদ্দার কোর্ট চার নম্বর গেটের সামনে। All Travel Video → https://www.youtube.com/playlist?list=PLCPI3jKa6teURfd_PK-5Nc-4uFc45ETdp All Food Travel → Food Review: https://www.youtube.com/playlist?list=PLCPI3jKa6teUGJ1uQWaAR8xbfFA75Qe8T Facebook Page -- https://www.facebook.com/Viralscope.youtube/ #foodtravel #streetfood #kolkata\'s food #chinesefood #santanu_ganguly'
Tags: momo , tibetan food , tangra , hill's food
See also:
comments